
ছবি/ সংগ্রহ
নিরুত্তর
।
আমি বললাম
তুমি আমার জান
তরপরও তুমি নিরুত্তর।
কাছে এসেছো
।
গত বছরের চেয়ে
এবছর বেশি ভালবাসা চাই
এখন কাছে এসেছো বেশি।
আমার লও
।
আমার সাড়ে ছয় লাখ টাকা
তোমার একটি চুম্বন
তারপরও তুমি আমার নও।
ভালবাসা দিবস
।
অন্ধ প্রেম
দেখেনা নিজ স্ত্রী/ স্বামী
দেখে প্রেমিক।
১৪. ০২. ২০২৩
ডা. আহমদ পারভেজ জাবীন,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
জা,ই