বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার

জাতীয়

প্রকাশিত: ২২:০৩, ১১ অক্টোবর ২০২২

আপডেট: ২২:০৫, ১১ অক্টোবর ২০২২

সর্বশেষ

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার

ছবি/ সংগ্রহ

বিদ্যুুতের পাইকারি পর্যায়ে নতুন দাম আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঘোষণা করা হবে।মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী গণমাধ্যমে বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে ১৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। মে মাসের গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর।

এর আগে, বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল যেকোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার জানিয়েছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়