শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ১৪ অক্টোবর ২০২২

সর্বশেষ

গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু

ছবি/ সংগ্রহ

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মিঠু (২৬) মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

প্রসঙ্গত, গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে আলামিনের শরীরের ৫০ শতাংশ, আনোয়ারের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৪০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ ও মিঠুর শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে।

কা. ই

সর্বশেষ

জনপ্রিয়