বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

modhura
Aporup Bangla

বাঘাইছড়িতে বন্যা, সাজেকে আটকা ৪০০ পর্যটক

দেশজুড়ে

জেলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

বাঘাইছড়িতে বন্যা, সাজেকে আটকা ৪০০ পর্যটক

ছবি : প্রতিবেদক

রাঙ্গামাটির বাঘাইহাট ও মাচালং এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় ৪০০ পর্যটক। শনিবার (৩ আগস্ট) পর্যটকদের আটকে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। জানা যায়, গত দুই দিনের টানা বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে এই বন্যার সৃষ্টি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গত দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রে চার শতাধিক পর্যটক আটকা রয়েছে। গতকাল প্রায় ৩৬০ জনের মতো পর্যটক সাজেকে যান। অন্যদিকে আগের পর্যটক ছিলেন ৪০ জনের মতো।
তিনি আরও জানান, আজ বৃষ্টি নেই, তবে সড়কে এখনও প্রচুর পানি রয়েছে। পানি নেমে গেলে বিকেলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সেখানে তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ.ই

সর্বশেষ

জনপ্রিয়