শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

অর্থনীতি

প্রকাশিত: ২৩:২৫, ১৫ মার্চ ২০২৩

আপডেট: ১৬:৪৪, ১৬ মার্চ ২০২৩

সর্বশেষ

রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

ছবি সংগ্রহ

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চালু থাকবে। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর আড়াইটার পর বাকি সময়ে ব্যাংকগুলোর আনুষঙ্গিক কাজ সম্পন্ন হবে।
বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়, রোজায় রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে। অর্থাৎ সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সর্বশেষ