
ছবি-সংগৃহীত
এখন পর্যন্ত কোনো সিনেমায় বাজে অভিনয় করিনি বলে দাবি করেছেন বরেণ্য অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটা রেস্টুরেন্টে ‘কথা দিলাম’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি অসংখ্য সিনেমায় অভিনয় করেছি৷ কিন্তু কখনো কেউ বলতে পারবে না আমি বাজে পারফর্ম করেছি। আমি আমার কাজের ব্যাপারে সবসময় সৎ ছিলাম। আর সততা দিয়ে এসব সময় ভালো কিছু করা যায় বলে আমি বিশ্বাস করি।
‘কথা দিলাম’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা কেয়া, অভিনেতা জামশেদ শামিম, চলচ্চিত্র নির্মাতা রকিবুল রাকিব, প্রযোজক জসিমউদদীন আকাশসহ অনেকেই।
এনসি/