
ছবি/ সংগ্রহ
ভালোবাসা দিবস উপলক্ষ্যে ‘তেরেসা আকন্দ'র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘যাইওনা বন্ধু’ নামের একটি ফোক ঘরানার গানের মিউজিক ভিডিও। ‘তেরেসা আকন্দ’র গাওয়া ভালোবাসা দিবসের গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন, নয়ন মাহমুদ শূন্য ও আরমান আহমেদ জিসান।
প্রযোজক বাবুল আকন্দ’র ‘যাইওনা বন্ধু’ শিরোনামের গানটির বন্ধু হলেন নাজমুল সাদ।
সম্প্রতি গাজীপুরের মাওনার চিরকুট রেস্টুরেন্টে গানটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।
গানটির গীতিকার ও সুরকার স্বপন প্রত্যাশী, মিউজিক কম্পোজার রাফি মোহাম্মদ, চিত্র গ্রাহক মনিরুল্লাহ শারাফাত।
মিউজিক ভিডিওর কাহিনি এলেক্স রোমিও, মিউজিক ভিডিওটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে নির্মাতাদ্বয় আশাবাদী। গানটির পোশাক পরিকল্পনা এবং প্রমোশনে আছে ‘সুহৃদ’। পোশাক সরবারাহ করেছেন খ্যাতনামা পোশাক ব্র্যান্ড আর্ট লাইফ স্ট্যাইল।
জা,ই