বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

দক্ষিণ কোরিয়া

হ্যালোইনে নিহত বেড়ে ১৫১

সারাবিশ্ব

অপরূপ বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৩০ অক্টোবর ২০২২

সর্বশেষ

হ্যালোইনে নিহত বেড়ে ১৫১

ছবি/ সংগ্রহ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে পিষ্ট হয়ে নিহত বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৯ হন বিদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৮১ জন।

শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইটাওনে হ্যালোইন পার্টিতে কয়েক লাখ লোক জড়ো হয়েছিলেন। কোভিড-১৯ মহামারির মধ্যে মাস্ক ও সামাজিক দূরত্বের ব্যবস্থা ছাড়াই হ্যালোইন উইকেন্ড উদযাপন করতে প্রায় কয়েক লাখ মানুষ সেখানে ভিড় করেন। খবর বিবিসির।

এর আগে হ্যালোইনে আহতের সংখ্যা ছিলো ১৫০ জন। নতুন করে ৮১ জন আহত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩১ জনে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, হ্যালোইন উৎসবের প্রচণ্ড ভিড়ে পিষ্ট হয়ে নিহতের খবর ‘মর্মান্তিক এবং পীড়াদায়ক। শনিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে সাধ্যমতো চেষ্টা করে চলেছি। তাদের জীবন রক্ষা ও নিরাপত্তার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।’

জা,ই

সর্বশেষ