শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

কাবুলের সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ১ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

কাবুলের সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

ছবি- ইন্টারনেট

কাবুলে একটি সামরিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তালেবান নিয়ন্ত্রিত সরকারের মুখপাত্র আবদুল নাফি তাকোরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আলজাজিরা।

আবদুল নাফি তাকোর বলেন, সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

অবশ্য বিস্ফোরণের ধরন বা এর লক্ষ্য কী ছিল, তা উল্লেখ করেননি আব্দুল নাফি তাকোর। গত মাসে আইএসআইএল হামলাকারীরা কাবুলে চীনা নাগরিকদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যাপকভাবে সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের আশপাশে রোববার সকাল ৮টার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তা বাহিনী এলাকাটি সিল করে দিয়েছে এবং সেখানে যাওয়ার সকল রাস্তা বন্ধ করা হয়েছে।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়