শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

স্বামীর ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ২ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

স্বামীর ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

ছবি-সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে শিমুল বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর ঋণের দায়েই এ চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। 

রবিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুল (২৭) উপজেলার গোসিঙ্গা গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

নিহত শিমুলের বাবা বাবুল মিয়া জানান, শিমুলের স্বামী নজরুল একসময় দেশে ব্যবসা-বাণিজ্য করে দেনাগ্রস্ত হয়ে পড়েন। ওই ঋণ পরিশোধ না করেই চাকরি নিয়ে দুবাই চলে যান নজরুল। এরপর শিমুল দুই শিশু সন্তান নিয়ে তার (বাবা বাবুল) বাড়িতে বসবাস শুরু করেন। কয়েক মাস না যেতেই পাওনাদাররা শিমুলকে টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী নজরুলের সঙ্গে শিমুলের প্রায়ই ঝগড়া হতো মোবাইল ফোনে। পাওনাদারদের মানসিক চাপ সহ্য করতে না পেরেই ভোরে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তার মেয়ে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‌শিমুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরব‌র্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনসি/

সর্বশেষ