শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

রাত পোহালে ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ৩১ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

রাত পোহালে ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি- ইন্টারনেট

রাত পোহালেই বগুড়ার দুটি আসনে উপনির্বাচন। ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। বিএনপির ছেড়ে দেওয়া দুটি আসনে ইভিএমে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনসংশ্লিষ্টরা। ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে ভোটগ্রহণ কর্মকর্তাসহ ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সাখাওয়াত হোসেন, এস এম জাকির হোসেন, রুহুল আমিন উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১৪ প্লাটুন বিজিব মোতায়েন থাকবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। বগুড়া-৪ আসনে ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন ভোটার ১১২ টি কেন্দ্রে ৭৭৭টি কক্ষে, এবং বগুড়া-৬ আসনে ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন ভোটার ১৪৩ কেন্দ্রে ১০১৭ কক্ষে ইভিএমে ভোট প্রদান করবেন। প্রয়োজনের অতিরিক্ত ইভিএম মেশিন কেন্দ্রে পাঠানো হয়েছে।

'সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে' জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, আগামীকাল একটি গ্রহণযোগহ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সে ব্যাপারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আব্দুল মান্নানসহ ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন আলোচিত-সমালোচিত হিরো আলম। এদিকে এবারের উপনির্বাচনের মধ্য দিয়ে তিনবার ভোট প্রদান করবে সদর আসনের ৪ লক্ষাধিক ভোটার। এ আসনে আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ভোটাররা মনে করছেন। বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারে বলে ভোটারদের ধারণা।

সর্বশেষ

জনপ্রিয়