মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫২৩

শিক্ষা ও স্বাস্থ্য

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ২৭ নভেম্বর ২০২২

সর্বশেষ

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫২৩

ছবি/ সংগ্রহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারাদেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে প্রাণ গেল ২৪৭ জনের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯২৯ জন।

রোববার (২৭ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১২৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮০০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ১৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৯৫৪ জন।

জা,ই

সর্বশেষ

জনপ্রিয়