বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

modhura
Aporup Bangla

অবশেষে ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ১ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:২৭, ১ আগস্ট ২০২৪

সর্বশেষ

অবশেষে ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

ছবি : প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে। তারা হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা মো. বদরুল ইসলাম। তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদের চাচা জাহিদুল ইসলাম বলেন, নাহিদ আমাদের সঙ্গে আছে, তাকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি।
নাহিদের বাবা বদরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। কোটা সংস্কার আন্দোলনের নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকতাও জানান, কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হচ্ছে।

জ.ই

সর্বশেষ

জনপ্রিয়