শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

যশোরের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৩, ২৪ নভেম্বর ২০২২

সর্বশেষ

যশোরের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর আসছেন । জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে যশোর এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

শহরের সড়কগুলো ছেয়ে গিয়েছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছে যশোরবাসী। যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা, যশোর বিমানবন্দর আধুনিকীকরণ, ভবদহ জলাবদ্ধতা দূরীকরণ, যশোরকে সিটি করপোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর স্থানীয়রা। আওয়ামী লীগ নেতারা জানান, ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের যে স্থানে জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেখানেই ভাষণ দেবেন তার কন্যা শেখ হাসিনা। করোনাকালের তিন বছর পর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো সশরীর অংশ নিচ্ছেন তিনি। এ সমাবেশ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক বার্তা দেবেন বঙ্গবন্ধু কন্যা। বুধবার (২৩ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যশোরের জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তার স্বপ্ন কী; মানুষের মনের ভাষা নিয়ে কথা বলবেন তিনি। এদিকে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে একগুচ্ছ দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। মানববন্ধন, স্মারকলিপি পেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে সচেতন যশোরবাসী। যশোর জেলা প্রশাসন ও দলীয় নেতা সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে এসে নামবেন। এরপর তিনি বেলা দুইটার দিকে যশোর শামস্–উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়