শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ১৬ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

মুরসাল নাবিজাদা

আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নাবিজাদা (৩২) নামে সাবেক এক নারী এমপিকে তার দেহরক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে। রোববার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় দুবৃত্তের গুলিতে মুরসাল নাবিজাদার ভাই এবং আরেক দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর যে কয়েকজন এমপি দেশটিতে অবস্থান করছিলেন, তিনি ছিলেন তাদের একজন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন।

তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। আফগানিস্তানের সাবেক পাশ্চাত্য-সমর্থিত সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তিনি নাবিজাদার মৃত্যুতে শোকাহত। তিনি তাকে অত্যন্ত সাহসী 'প্রতিনিধিত্বশীল ও জনগণের খাদেম' হিসেবে অভিহিত করেন। তিনি আশা করেন, হত্যাকারীদের কঠোর শাস্তি হবে।

২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হন নাবিজাদা। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। দেশ ছাড়ার সুযোগ পেলেও আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই নারী আইন প্রণেতা।

এনসি/

সর্বশেষ