শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ২৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:০৩, ২৬ নভেম্বর ২০২২

সর্বশেষ

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের এটি ষষ্ঠ জাতীয় সম্মেলন। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। সর্বশেষ সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

এনসি/

সর্বশেষ