
ছবি/ সংগ্রহ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুরে নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারী শনিবার। কুমিল্লার প্রখ্যাত আইনজীবি এডভোকেট নিয়ামত উল্লাহ’র স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতিমধ্যে বহুবছর থেকেই শিকারপুর এলাকায় স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এডভোকেট নিয়ামত উল্লাহ’র প্রতিষ্ঠিত বুড়িচং শিকারপুর পশ্বিমপাড়া নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ নং ষোলনল ইউনিয়মন পরিষদের চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন। এডভোকেট মরহুম নিয়ামত উল্লাহর সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মরহুম নেয়ামত উল্লাহ’র পুত্রবধু সায়মা ইমন। সভায় বক্তারা নেয়ামত উল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনহিতকর কাজ অব্যাহত থাকব বলে আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন বলেন, মরহুম এডভোকেট নিয়ামত উল্লাহ তার কর্মময় জীবন এবং তার প্রতিষ্ঠিত মসজিদ,মাদ্রাসা,স্কুল,কলেজসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজের মাধ্যমে মানুষের হদয়ে স্থান করে আছেন। ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমন নেয়ামত ফাইন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।