বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

modhura
Aporup Bangla

বন্যা দুর্গতদের সহায়তায় পূবালী ব্যাংকের ৬ কোটি টাকার অনুদান

প্রেসবক্স

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বন্যা দুর্গতদের সহায়তায় পূবালী ব্যাংকের ৬ কোটি টাকার অনুদান

ছবি : প্রতিবেদক

প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। শত শত বাড়িঘর ও কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।

পূবালী ব্যাংক পিএলসি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজমের (বীর প্রতীক) নিকট পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও বন্যার্ত মানুষের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এক কোটি টাকার ত্রাণ সামগ্রী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সরাসরি বিতরণ করবে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে এবং মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বন্যার প্রকোপ না কমা পর্যন্ত ব্যাংক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।


 

জ.ই

সর্বশেষ

জনপ্রিয়