শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

চট্টগ্রামের নেতৃত্বে শুভাগত হোম

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ৫ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

চট্টগ্রামের নেতৃত্বে শুভাগত হোম

শুভাগত হোম

আসন্ন বিপিএল আসরের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি বেছে নিল নতুন অধিনায়ক। শুভাগত হোমের কাঁধে উঠল চট্টগ্রামের নেতৃত্ব। আফিফ, মৃত্যুঞ্জয়, ক্যাম্ফাররা খেলবেন হোমের অধীনে।

আজ এক বিবৃতিতে, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জাতীয় দলের হয়ে কেবল পাঁচ টি-টোয়েন্টি খেলা শুভাগত এবারই প্রথম বিপিএলে নেতৃত্বে।  

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ভরসার নাম আফিফ হোসেন। বিপিএলের গত আসরেও চট্টগ্রামের হয় খেলেছেন আফিফ। শেষদিকে দলকে নেতৃত্বও দিয়েছেন কয়েকটি ম্যাচ। কিন্তু এবার অধিনায়কের জন্য আফিফকে বিবেচনায় নেয়নি চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার খাজা নাফিকে শেষ মুহূর্তে এসে দলভুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগামী ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট সিক্সার্সের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি:

মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ড্রাফট থেকে বিদেশি :

ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র)।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়