বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে দক্ষিণ আফ্রিকার ড্র

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ৮ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে দক্ষিণ আফ্রিকার ড্র

ছবি- ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে শেষ দিন ১৪ উইকেট নিতে হতো অস্ট্রেলিয়ার। প্রোটিয়ারা ফলো অনে পড়লেও শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজের আগের ‍দুটি টেস্টই জিতেছে অজি দল। সিডনি টেস্টের অবস্থা এমন ছিল যে তৃতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। তাই চতুর্থ দিন ম্যাচের ফল বের করার আশায় আর ব্যাট করতে নামেনি অস্ট্রেলিয়া।

আগের করা ৪ উইকেটে ৪৭৫ রানেই ঘোষণা করে প্রথম ইনিংস। জবাবে গতকাল ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় প্রোটিয়া দলও। শেষ দিন প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হলে দ্বিতীয় ইনিংসে পরে ফলোঅনও করতে নামে তারা। সেখানে ২ উইকেটে ১০৬ রান যোগ হতেই ৫ ওভার আগে ড্রয়ে নিষ্পত্তি হয়েছে এই ম্যাচ।

প্রতিরোধ গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন ওপেনার সারেল এরউই (৪২*) ও তেম্বা বাভুমা (১৭*)। অবশ্য এই টেস্ট জিতলে আগেভাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারতো অজি দল। কিন্তু এখন ভারতের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে একটি ড্রই যথেষ্ট হবে তাদের ফাইনাল খেলার জন্য।

অপরাজিত ১৯৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা উসমান খাজা, সিরিজ সেরা মোট ২১৩ রান করা ডেভিড ওয়ার্নার।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে: ১৩১ ওভারে ৪৭৫/৪ (খাজা ১৯৫*, স্মিথ ১০৪, লাবুশেন ৭৯, হেড ৭০, ম্যাট রেনশ ৫*; নর্কিয়া ২/৫৫, রাবাদা ১/১১৯, মহারাজ ১/১০৮) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১০৮ ওভারে ২৫৫ (মহারাজ ৫৩, হারমার ৪৭, জোন্ডো ৩৯; হ্যাজলউড ৪/৪৮, কামিন্স ৩/৬০, লায়ন ২/৮৮) দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৪১.৫ ওভারে ১০৬/২ (এরউই ৪২*, ক্লাসেন ৩৫, বাভুমা ১৭*; হ্যাজলউড ১/৯, কামিন্স ১/১৬)

ফল: ম্যাচ ড্র।

এনসি/

সর্বশেষ