শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

বিরল রোগে আক্রান্ত হয়ে অঝোরে কাঁদলেন সামান্থা

বিনোদন

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ৯ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

বিরল রোগে আক্রান্ত হয়ে অঝোরে কাঁদলেন সামান্থা

সামান্থা রুথ প্রভুর

সময়টা একদমই ভালো কাটছে না দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বেশ কিছুদিন ধরে বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত। সুস্থ হতে স্বাভাবিকের চেয়েও বেশি সময় লাগছে তার। ওইদিকে নাগা চৈতন্যর সঙ্গে ভালোবাসার সংসারটাও টেকেনি। এদিন নিজের আসন্ন সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কাঁদলেন নায়িকা। এক দিকে বড় পর্দায় ছবির ট্রেলার চলছে অন্য দিকে অঝোরে কাঁদছেন সামান্থা।

কেন কাঁদছেন প্রশ্ন করতে নায়িকার জবাব, ‘জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। বিষাদের সুর অভিনেত্রীর গলায়। তবে হতোদ্যম হতে রাজি নন তিনি। তার কথায়, ‘জীবনে যা-ই হোক, সিনেমার প্রতি আমার ভালোবাসা সবসময় অটুট থাকবে।

একমাত্র সিনেমাই সেই ভালোবাসা একশ গুণ করে ফিরিয়ে দেয়।’ তবে মন ভালো করতে কাজে ফিরেছেন সামান্থা। ‘শকুন্তলম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, ‘শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।

গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা এবং দেব মোহন। এছাড়াও একাধিক চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী-সহ আরও অনেক নামীদামি অভিনেতা। এই ছবিতেই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকে। ছবিটি ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

এনসি/

সর্বশেষ