মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

মুখস্থ করে সৃজনশীল মানুষ হওয়া যায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও স্বাস্থ্য

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ২৮ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

মুখস্থ করে সৃজনশীল মানুষ হওয়া যায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাচ্চারা কি করে সৃজনশীল মানুষ হবে! মুখস্থ করে কিন্তু সৃজনশীল মানুষ হওয়া যায় না। করে করে শেখাতে হবে। তাহলে সেটা আর সে ভুলবে না এবং আত্মস্থ করবে। নতুন শিক্ষাক্রমে এই ধরনের শিক্ষাক্রমই অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে অভিজ্ঞতামূলক শিক্ষা তরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, আমরা আমাদের বাচ্চাদের কি শেখাতে চাই। আমরা তাদেরকে ভাষা, বিজ্ঞান, অংক শেখাতে চাই এবং সমাজ সম্পর্কে জানাতে চাই। কিন্তু তার সঙ্গে তারা যেন সত্যিকারে দক্ষ, যোগ্য মানবিক ও সৃজনশীল মানুষ হয়, তার জন্য একই সঙ্গে আমরা তাদেরকে মূল্যবোধও শেখাতে চাই। মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় হাওড় ও চরাঞ্চলে শিক্ষার্থীরা যখন স্কুলে যেতে পারে না, সে সময়ে বাচ্চারা স্কুলে যেতে না পারলে স্কুল বাচ্চাদের কাছে চলে যাবে। এই ধারণা নিয়ে অনেক থেকে ৫শ’নৌকা দিয়ে সেবা দিয়ে আসছে। সেগুলোর অনেকগুলোকে নৌকা স্কুলে পরিণত করেছে।

সেগুলোরই একটি অংশ এখন বিভিন্ন জেলা ভ্রমণ করছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারির সময় আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। প্রয়োজনে নৌকা নিয়েও যেতে হবে। মূল কথা হচ্ছে- আমাদের শিক্ষায় একটি রূপান্তর ঘটছেই। এটাও রূপান্তরের একটি অংশ। ব্র্যাক বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষাতরী নিয়ে জেলায় জেলায় যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, আমরা দেখি অনেক শিক্ষার্থী গণিত কিংবা বিজ্ঞান বিষয় ভয় পায়। অনেকে বলে বিজ্ঞান ভয়ের বিষয়। কিন্তু বিজ্ঞানও যে মজার ও গণিতও যে আনন্দের বিষয় এবং আনন্দ নিয়ে শেখা যায়, কিন্তু তা কি পদ্ধতিতে শেখালে আনন্দদায়ক হয়, সে পদ্ধতি আমাদের ব্যবহার করতে হবে।

নতুন পাঠ্যক্রমের বই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশাল কর্মযজ্ঞের মধ্যে শুধুমাত্র মাধ্যমিকের ৬৫ বই নতুন করতে হয়েছে। এই ৬৫ বই এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর আমরা সকলে দেখেছি তা কিন্তু নয়। অনেকেই খুব কম দেখতে পেরেছি। তারপরেও সেখানে যদি কোন ভুল থেকে থাকে, সেটি অনিচ্ছাকৃতভাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যদি কেউ ইচ্ছে করে করে থাকে তার জন্য তদন্ত কমিটি করেছি। এখন পর্যন্ত যে ভুলগুলো বেরিয়েছে, তার মধ্যে বেশির ভাগই হচ্ছে ১০ বছর আগের ভুল।

আমি খুব খুশি ১০ বছর আগের বই সবাই পড়ছে। এতে ভবিষ্যতে আমাদের কোন বইয়ে ত্রুটি থাকবে না। দীপু মনি বলেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন মানুষ বানর থেকে হয়েছে কেউ বইতে পড়ে দেখেছেন। কেউ দেখেননি এবং আমাদের বইতেও নেই। বইতে লেখা আছে ‘শিক্ষার্থী প্রশ্ন করেছে মানুষ কি বানর থেকে এসেছে? শিক্ষক বলেছেন না। মানুষ বানর থেকে আসেনি। বানর এবং শিম্পাঞ্জি মানুষের পূর্ব পুরুষ এ কথা ঠিক নয়। এই কথাটি বইতে তিনবার বলা আছে।

অথচ একটি গোষ্ঠী এটি নিয়ে অপপ্রচার করছে। সভাপতিত্ব করেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মাইগ্রেশন এর পরিচালক সাফী রহমান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির প্রধান প্রফুল্ল কুমার বর্মন, ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক প্রদীপ কুমার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে শিক্ষা তরীর উদ্বোধন করেন এবং মূল্যবোধ, গনিত ও বিজ্ঞান তরী পরিদর্শন করেন।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়