শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

খুলনায় বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ

দেশজুড়ে

জেলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

খুলনায় বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ

ছবি/ সংগ্রহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি।  শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন কেসিসি মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
একই দিনে শান্তি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে এই সমাবেশ করার কথা রয়েছে দলটির।

এদিকে একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ হওয়ায় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।

বিভাগীয় সমাবেশ নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এহতেশামুল হক শাওন বাংলানিউজকে বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। আমাদের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ছে। যা সরকারের জন্য আতংকের বিষয়। তারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল। বিএনপির প্রতিটি কর্মসূচিতে শাসক দল ও পুলিশ প্রশাসন এমন কিছু ভূমিকা পালন করেছে, যা কর্মীদের ক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলতে পারতো। কিন্তু বিএনপি কোনো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে সবগুলো কর্মসূচি পালন করেছে।  

তিনি আরও বলেন, আজকে বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা আরও একটি উস্কানি বলে আমরা মনে করছি। কিন্তু বিএনপি সব চক্রান্ত উপেক্ষা করে শান্তিপূর্ণভাবেই আজকের সমাবেশ সফল করবে। ইতোমধ্যে যার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাতভর মঞ্চ তৈরির কাজ চলেছে। মাইক টাঙানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মী সারারাত সেখানে অবস্থান করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

এদিকে, মহানগরের শিববাড়ি মোড়ে সমাবেশ নিয়ে খুলনা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি জানান, বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ (৪ ফেব্রুয়ারি)। নগরীর শিববাড়ি মোড়ের পাবলিক হল চত্বরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।  

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।  

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিএম বাবুল রানা ও অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কেন্দ্রীয়-স্থানীয় নেতারা বক্তৃতা করবেন।

সর্বশেষ