শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

বিআইপিডির ‘‘ব্যাঙ্ক্যাসুরেন্স ও ব্যাঙ্কাতাকাফুল: নিড অফ দ্যা টাইম’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রেসবক্স

অপরূপ বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

বিআইপিডির ‘‘ব্যাঙ্ক্যাসুরেন্স ও ব্যাঙ্কাতাকাফুল: নিড অফ দ্যা টাইম’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি/ সংগ্রহ

বীমাখাতের সঙ্গে জড়িতদের নিয়ে ‘‘ব্যাঙ্ক্যাসুরেন্স ও ব্যাঙ্কাতাকাফুল: নিড অফ দ্যা টাইম’’ বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠান এবং ব্যাংক হতে সরাসরি এবং অনলাইনে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্দ্ধতন কর্মকর্তাসহ প্রায় আশি (৮০) জন অংশগ্রহন করেন।

ওয়ার্কশপে আলোচক হিসেবে বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড এর মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আনোয়ার আহমদ চৌধুরী, ব্যারিষ্টার-এট-ল, মেটলাইফ বাংলাদেশের এসইভিপি ও হেড অফ ব্যাঙ্কাস্যুরেন্স মোহাম্মদ আসিফ শামস্ এবং ড. নুরুর রহমান, পিএইচডি, ডেটা সায়েন্সিটিষ্টি, অ্যাস্ট্রোফিজিসিষ্ট, ইনসুরটেক উদ্যোক্তা আলোচনায় অংশ নেন। 
ওয়ার্কশপে ব্যাঙ্কাস্যুরেন্সের ধারনা ও সম্ভাবনা, ব্যাঙ্কাস্যুরেন্স সর্ম্পকে নিয়ন্ত্রকদের নির্দেশনা, ব্যাঙ্কাস্যুরেন্স কি করে ব্যাঙ্কার, বীমাকারী ও গ্রাহকদের জন্য উপকারী হবে, ব্যাঙ্কাস্যুরেন্স এর ভবিষ্যত কি হতে পারে এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
প্যানেল আলোচক হিসেবে আল-আরাফা ব্যাংক ট্রেনিং ও রিসার্চ ইনষ্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল আউয়াল সরকার, এএফআইআইবিআই ব্যাঙ্ক্যাসুরেন্স ও ব্যাঙ্কাতাকাফুল নিয়ে তার মতামত , পর্যালোচনা এবং কতিপয় সুপারিশ পেশ করেন। সবশেষে প্রশ্ন উত্তর পর্বে যারা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচক ও  উপস্থিত আলোচকরা। 
 

জা,ই

সর্বশেষ