শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

পাবনায় রাষ্ট্রপতির আগমনে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের অভিনন্দন

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ১৬ মে ২০২৩

সর্বশেষ

পাবনায় রাষ্ট্রপতির আগমনে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের অভিনন্দন

ছবি সংগ্রহ

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়ন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফর ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।  

১৬ মে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাগরিক সংবর্ধনার প্রস্ততি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টার দিকে পাবনা সার্কিট হাউস সংলগ্ন চাঁদমারি মোড়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল এবং পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন ও সাধারণ সম্পাদক শামীম ইসলামের নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিড়ি শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পাবনা সফরকে ঘিরে পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে পাবনা। ব্যানার ফেস্টুনে ভরে গেছে সড়ক-মহাসড়ক। উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের ব্যানার ফেস্টুনে ভরে গেছে শহরের বিভিন্ন অলিগলি।

মঙ্গলবার বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। বিকেল ৩টায় তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন বলেন, নিজ জেলা পাবনায় মহামান্য রাষ্ট্রপতির আগমনে আমরা পাবনাবাসী আনন্দে উদ্বেলিত। মুজিবাদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিক ও মেহনতী মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে জাতির পিতার লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 

জা. ই

সর্বশেষ