বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

ঈদে মূল্যবান জিনিস সঙ্গে নিয়ে ঢাকা ছাড়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ২২ জুন ২০২৩

আপডেট: ১৩:৩০, ২২ জুন ২০২৩

সর্বশেষ

ঈদে মূল্যবান জিনিস সঙ্গে নিয়ে ঢাকা ছাড়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নেওয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া

তিনি বলেন, প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

জা. ই

সর্বশেষ