শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর চট্টগ্রাম তথ্য কেন্দ্র উদ্বোধন

প্রেসবক্স

অপরূপ বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৮ নভেম্বর ২০২২

সর্বশেষ

গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর চট্টগ্রাম তথ্য কেন্দ্র উদ্বোধন

গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর চট্টগ্রাম তথ্য কেন্দ্র উদ্বোধন

চট্টগ্রাম নগরীর জি ই সি এলাকায় এশিয়ান প্লাজার চতুর্থ তলাতে যাত্রা শুরু করলো গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর চট্টগ্রাম তথ্য কেন্দ্র। মাই রেডি মেডি লিমিটেড দ্বারা পরিচালিত এই তথ্য কেন্দ্রে ভারতের চেন্নাইয়ে অবস্থিত গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই এ চিকিৎসা নিতে ইচ্ছুক নগর ও বৃহত্তর চট্টগ্রাম অধিবাসীরা এই হাসপাতালের ডাক্তার / চিকিৎসা সম্পর্কে জানতে ও এপয়েন্টমেন্ট নিতে পারবেন। এছাড়াও রোগী ও তাঁর সহোযোগীর ভিসা করতে সাহায্য করা, এয়ার টিকিট ও ভারতে অবস্থানে আবাসন সহয়তা দিবে এই তথ্য কেন্দ্রটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন, গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাঃ আলোক খুল্লার। তিনি সকলকে অভিবাদন জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সহযোগিতার ও একসাথে এগিয়ে চলার। প্রতিবেশী দেশটির অনেক মানুষের চিকিৎসায় এগিয়ে আসতে পেরে তাঁর প্রতিষ্ঠান গর্ব বোধ করে। তার ধারাবাহিকতায় চট্টগ্রাম তথ্য কেন্দ্র আজ আলোর মুখ দেখলো।
সরাসরি অনুষ্ঠানে যুক্ত থেকে কেক কেটে তথ্য কেন্দ্রটি উদ্বোধন করেন, চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাহউদ্দিন।
শহরের টেলিকম সেবা প্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল- এর প্রধান কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যাক্তিগণ-এর উপস্থিতি অনুষ্ঠানটিকে উৎসব মুখর করে তোলে।
উপস্থিত ছিলেন মাইরেডিমেডি লিমিটেড - এর ব্যবস্থাপনা পরিচালক সামি উল হাসান অন্তু। তিনি তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, মাইরেডিমেডি লিমিটেড এর জন্ম বাংলাদেশের মানুষের সবগুলো স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা একটি ক্লিকে মিটিয়ে দিতে। কিছু পথ আমরা পাড়ি দিয়েছি। আরও পথ আছে বাকি। অনলাইন প্লাটফর্ম www.myredimedi.com ব্যবহার করে আমাদের গ্রাহকেরা নিয়মিত অ্যাম্বুলেন্স কিম্বা বাড়িতে ডাক্তার কল করা থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর -এর সেরা হাসপাতাল ও ডাক্তারের সাথে যুক্ত হতে পারছেন। চট্টগ্রাম সেন্টার মাইরেডিমেডি- এর দ্বিতীয় তথ্য কেন্দ্র। গ্ল্যানেগ্যালস গ্লোবাল হেলথ সিটি, চেন্নাই- এর ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানানো হয়, মাইরেডিমেডি- এর প্রতি আস্থা রাখবার জন্য।
১ নভেম্বর তথ্যকেন্দ্রটি শুভ উদ্ভোন করা হয়। প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যায় ৬টা পর্যন্ত খোলা থাকবে। হটলাইন নাম্বার ০৯৬১৩৮২৭৯৮৭ নিয়োজিত থাকবে ২৪/৭।

জা,ই

সর্বশেষ

জনপ্রিয়