শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

পুরনো সঙ্কটে পুরান ‍ঢাকা

জাতীয়

হাফিজ শম্ভু

প্রকাশিত: ১২:৪৪, ১১ অক্টোবর ২০২২

আপডেট: ১৩:০১, ১১ অক্টোবর ২০২২

সর্বশেষ

পুরনো সঙ্কটে পুরান ‍ঢাকা

ছবি : সংগৃহি

ঢাকার মহাখালী, দক্ষিণ দনিয়া, কাদেরাবাদ হাউজিং এলাকা, বায়তুল আমান হাউজিং, উত্তর বাড্ডার গুদারাঘাট এলাকায় আগে থেকেই পানির সঙ্কট ছিল। গত কয়েক দিনে তা আরও বাড়ায় রান্নাবান্না, গোসল আর নিত্যকার কাজ সারতে দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তারা বলছেন, সরবরাহ লাইনে নিয়মিত পানি আসে না। আবার কোন কোন সময়ে লাইনে পানি থাকলেও দিনে কয়েকবার করে বিদ্যুৎ যাওয়ায় বাসার রিজার্ভারে জমা হওয়া পনি ছাদের ট্যাংকে ওঠানো যায় না।

একজন পুরান ঢাকা বাসি বলেন, পানির সমস্যা তাদের এলাকায় আগেও ছিল। কিন্তু এখন দিনে কমপক্ষে পাঁচ ঘণ্টা তারা পানি পাচ্ছেন না।

“হাই স্কুলের পাশের পাম্প থেকে আমাদের এলাকায় পানি আসে। কিন্তু সেখানে জেনারেটর নেই, বিদ্যুৎ চলে গেলে পাম্প বন্ধ থাকে। ফলে লাইনে পানি আসে না। আবার লাইনে পানি এলেও লোডশেডিং থাকলে পানি বাসার ট্যাংকে তোলা যায় না। আমরা খুব দুর্বিসহ অবস্থায় আছি।”

রাজধানীর কাদেরাবাদ হাউজিং এলাকায় পানি সঙ্কট চলছিল কিছুদিন ধরে। চলমান লোডশেডিং সেই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে জানান স্থানীয় মৌসুমী আচার্য।

 তিনি বলেন, ৪ অক্টোবর বিদ্যুৎ বিপর্যয়ের পর থেকে তাদের এলাকায় লোডশেডিং বেড়েছে, তাতে বেড়েছে পানি কষ্ট।

“দিনে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তখন মোটর চলে না, পানিও আসে না। আবার ওয়াসার গাড়ি দিয়ে পানি কিনে আনলেও সে পানি রিজার্ভারে নেওয়া যায় না।“

এবি আশরাফ উদ্দিন আহমেদ এবং নাসরিন জাহান রাজধানীর বায়তুল আমান হাউজিংয়ের ১১ নম্বর সড়কের বাসিন্দা। তারা জানালেন, ওই এলাকার সরবরাহ লাইনে পানি ‘থাকে না বললেই চলে’। তাই কেনা পানিই ভরসা। কিন্তু তাতে গোসল, খাওয়া, রান্নাবান্নাসহ অন্যান্য কাজের সম্পূর্ণ চাহিদা মেটানো যায় না।

নাসরিন জাহান বলেন, “তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেল, লাইনের পানির সমস্যা। সারারাত টানতে হয়, টানলে অল্প পানি আসে। দেখা গেছে একদিন পেলেও পরের দিন পানি আসে না। আমরা এখানে বসবাস করি একুশ বছর। এবারের মত সমস্যা আগে হয়নি।“

এ বিষয়ে ওয়াসায় অভিযোগ করেও সমাধান হয়নি জানিয়ে তিনি বলেন, “গত দুই মাস ধরে পানি কিনে আনছি গাড়ি দিয়ে।”

প্রায় সারাবছর পানির সঙ্কটে থাকে বাড্ডার গুদারাঘাট এলাকায়। সম্প্রতি সমস্যা আরও বেড়েছে বলে জানালেন ৬ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির কেয়ারটেকার মিঠুন।

তিনি বলেন, “পানি না থাকলে ব্যাপক সমস্যা হয়, পানি কিন্না আনতে হয়।”

সর্বশেষ