শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে গেলো কাতার

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২১ নভেম্বর ২০২২

আপডেট: ১০:৩৬, ২১ নভেম্বর ২০২২

সর্বশেষ

ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে গেলো কাতার

ছবি/ সংগ্রহ

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে আজ (২০ নভেম্বর) শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে গড়াল ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হয় ইকুয়েডর-কাতার।

ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দল ইকুয়েডর। প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায় কাতার।

ইকুয়েডরের পক্ষে দুটি গোল করেন অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া।

শক্তিমত্তার বিবেচনায় দুই দলের তেমন পার্থক্য ছিলো না। ইকুয়েডর যেখানে ৪৪ তম অবস্থানে, সেখানে এশিয়ান চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ কাতারের অবস্থান ৫০-এ। ফলে উদ্বোধনী ম্যাচে 'এ' গ্রুপের দুই দলের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিল দর্শকরা।


তবে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামা কাতার নিজেদের দর্শকদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বল দখলে খুব বেশি পার্থক্য না থাকলেও আক্রমণে বেশ দুর্বল ছিল স্বাগতিকরা।

অন্যদিকে ইকুয়েডর ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল দারুণ সফল। ম্যাচের ৫ ম মিনিটে তো গোল পেয়েই গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। তবে অধিনায়ক ভ্যালেন্সিয়ার সেই গোল ভিএআরে দেখে অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। ম্যাচের ১৫ মিনিটে কাতার গোলরক্ষক ইকুয়েডরের এই অধিনায়ককে ডি বক্সের মধ্যেই ফাউল করলে পেনাল্টি পায় লাতিন আমেরিকার দলটি।

স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি ভ্যালেন্সিয়া। ম্যাচের ২য় গোলটি ইকুয়েডর আদায় করে ম্যাচের ৩১তম মিনিটে। প্রিকাইডোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধ্বে এলোমেলো খেলায় গোল শূন্যভাবে শেষ হয়।  ২-০গোলে জিতে ইকুয়েডর তাদের বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করলো!
 

জা,ই

সর্বশেষ