মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

বিএনপির বিভাগীয় গণসমাবেশ কুমিল্লায়

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ২৬ নভেম্বর ২০২২

সর্বশেষ

বিএনপির বিভাগীয় গণসমাবেশ কুমিল্লায়

কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (২৬ নভেম্বর)। দুপুর ২টায় কুমিল্লা শহরের টাউন হল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে অবস্থান নিতে শুরু করেছেন নেতাকর্মীরা।

স্লোগানে মুখরিত হয়ে উঠেছে টাউনহল এলাকা। আশেপাশের জেলার নেতাকর্মীরা দুদিন আগে থেকেই কুমিল্লায় পৌঁছাতে শুরু করেন। বিএনপির নেতাকর্মীরা জানান, সমাবেশের দিন পথে পথে বাধার পাওয়ার আশঙ্কা আছে, তাই আগেভাগেই কুমিল্লায় পৌঁছেছেন তারা। সমাবেশস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারাও। চাঁদপুরের শাহরাস্তি থেকে মিছিল নিয়ে আসা ছাত্রদল কর্মী রনি ও বিল্লাল জানান, তিন-চারদিন ধরে পরিবহন ধর্মঘট নিয়ে টেনশনে ছিলাম, তাই আগেই চলে এসেছি, দুপুরের প্যাকেট খাবার পেয়েছি, রাতে এখানেই ছিলেন বলে জানান। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খোকন বলেন, শুক্রবার বেলা তিনটায় টাউন হল মাঠে বসে আছি। এখন ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমাব।’ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই দাবিতে সমাবেশে এসে বসে আছি। সমাবেশে লোকসমাগম ঠেকাতে বিভিন্নস্থানে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন নেতাকর্মীরা। তবে শনিবারের গণসমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।

এনসি/

সর্বশেষ