শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

মহিলা আ.লীগের নতুন নেতৃত্বে মেহের আফরোজ চুমকি-শবনম জাহান শিলা

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ২৬ নভেম্বর ২০২২

সর্বশেষ

মহিলা আ.লীগের নতুন নেতৃত্বে মেহের আফরোজ চুমকি-শবনম জাহান শিলা

ছবি/ সংগ্রহ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের পদে আছেন। শবনম জাহান শিলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহানগর নেত্রী।

এদিকে সাহেদা খানম দিপ্তী মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর হাসিনা রাবী চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম ক্রিক সাধারণ সম্পাদক হন। তিন বছর মেয়াদী সেই কমিটি পাঁচ বছর কাটিয়েছে।

এবারও সভাপতি পদে বহাল থাকার চেষ্টায় ছিলেন সাফিয়া খাতুন। আর সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকও সভাপতি পদে উঠে আসার চেষ্টা চালিয়েছেন অনেকটা জোড়েসোরে। এই দুজন ছাড়াও ডজনখানেক নেত্রী সভাপতি পদের প্রার্থী ছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন অন্তত ২০ জন। তবে সব প্রত্যাশার অবসান ঘটিয়ে মহিলা আওয়ামী লীগের দুই শীর্ষ পদে উঠে আসলেন চুমকি ও শিলা।

জা,ই

সর্বশেষ