বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

রাতে কাতারের মুখোমুখি নেদারল্যান্ডস

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:১৩, ২৯ নভেম্বর ২০২২

সর্বশেষ

রাতে কাতারের মুখোমুখি নেদারল্যান্ডস

ছবি- ইন্টারনেট

কাতার বিশ্বকাপের অবিতর্কিত ফেভারিট দল নেদারল্যান্ডস। সেনেগালকে ২-০ গোলে হারানোর পর ইকুয়েডরের কাছে হোঁচট খেয়ে বেড়েছে শেষ ষোলোতে ওঠার অপেক্ষা, তারই অবসান ঘটাতে মঙ্গলবার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে নামছে ডাচরা।

বাংলাদেশ সময় রাত ৯টায় আল খোরের আল বায়াত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ কাতার, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় স্বাগতিক হিসেবে যাদের গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেভাগে।

টানা দুই হারে মাত্র ৬ দিনের মাথায় চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে ছিটকে গেছে কাতার। ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারের পর সেনেগালের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে কাতার।

এশিয়ার চ্যাম্পিয়নরা শেষ ম্যাচে স্বাগতিক দর্শকদের আনন্দের ক্ষণ এনে দিতে পারে কি না সেটাই দেখার। ১২ বছর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে অঘটন ঘটিয়েছিল। সেটার পুনরাবৃত্তি এবারও কি হবে? অবশ্য প্রথম দুটি ম্যাচের মতো এবারও কাতারের প্রতিপক্ষ একপেশে দাপট দেখাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেদারল্যান্ডসের সামনে সহজ প্রতিপক্ষ, এই ম্যাচ কোনোভাবে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ ষোলো। তিনবারের রানার্সআপরা ৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডরের সঙ্গে যৌথভাবে শীর্ষে। জয় কিংবা ড্র করলেই নেদারল্যান্ডস নকআউটে।

তবে হেরে গেলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা সেনেগালের বিপক্ষে ইকুয়েডরের জয় কামনা করতে হবে। যদি নেদারল্যান্ডস হেরে যায় এবং ইকুয়েডর-সেনেগাল ম্যাচ ড্র হয়, তাহলে ভিন্ন সমীকরণ

। ইকুয়েডর পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হবে। নেদারল্যান্ডস ও সেনেগালের পয়েন্ট হবে চারটি করে। সেক্ষেত্রে কাতারের কাছে এক গোলে হারলেও ডাচরা উঠে যাবে। আর যদি কাতারের কাছে দুই গোলে হারে তাহলে গ্রুপের গোল হিসাব করা হবে। সেখানেও সমতা থাকলে নেদারল্যান্ডস হেড টু হেডে এগিয়ে থাকায় দ্বিতীয় হবে। তবে কাতারের কাছে ডাচরা তিন বা চার গোলের বেশি ব্যবধানে হারলে সেনেগাল দুই নম্বরে থাকবে।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়