শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

আমি এখন পুরোপুরি ভাল আছি, ফুটবল জাদুকর পেলে

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ২০:০২, ৪ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

আমি এখন পুরোপুরি ভাল আছি, ফুটবল জাদুকর পেলে

কিংবদন্তী ফুটবলার পেলে

ব্রাজিলের কিংবদন্তী সাবেক ফুটবল সম্রাট পেলে ভালো আছেন। গতকাল দিনভর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভক্তদের হতাশ না করে হাসপাতাল থেকে নিজের ভেরিফাইড ইনস্টগ্রামে সুস্থতার কথা জানান দিলেন তিনি। খবর গোল ডটের।

গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাতালে পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, গত সেপ্টেম্বর থেকে অন্ত্রের ক্যানসারের জন্য কেমোথেরাপি চলেছে। সংক্রমণের কারণে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক।

গত বছর সেপ্টেম্বরে তার কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোন অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি। কিন্তু শনিবার দিনের শুরুতেই তার অবস্থা গুরুতর বলে খবর ছড়িয়ে পড়ে স্থানীয় সংবাদমাধ্যমে।

সব শঙ্কা পাশ কাটিয়ে নিজের অবস্থার কথা জানালেন পেলে। ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুরা সবাই শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি অনেক শক্তিশালী এবং আশাবাদী।

নিয়ম অনুযায়ী আমার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে যে সেবা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে।

আমি পুরো বিশ্ব থেকে যে ভালোবাসার বার্তা পেয়েছি তা আমাকে শক্তি যোগাচ্ছে। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। কোনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কিংবদন্তী ফুটবলার। পেলেকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়