বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

জনসভা মঞ্চে শেখ হাসিনা

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ৪ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

জনসভা মঞ্চে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগ আয়োজিত জনসভার সভামঞ্চে উঠেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১১ বছর পর চট্টগ্রাম নগরে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি।

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এ জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় তিনি মঞ্চে ওঠেন। রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। এ সময় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জনসভা উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে থাকেন।

সকাল ১০টায় ‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোর থেকেই তারা রঙবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে, ব্যান্ড বাজিয়ে রঙিন টুপি পরে জড়ো হতে থাকেন পলোগ্রাউন্ডে। দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠ জনতায় পরিপূর্ণ।

মাঠে জায়গা না পেয়ে অনেক নেতা-কর্মী সামনের সড়কে অবস্থান নিয়েছেন। পাশের সিআরবি, টাইগারপাস, কদমতলী এলাকায়ও নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মাঠের বাইরে থাকা লোকজনও যাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পান, সে জন্য ৩০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে।

জনসভা প্রাঙ্গণ ছাড়াও টাইগারপাস, দেওয়ানহাট, কদমতলী, এমএ আজিজ স্টেডিয়াম, সিআরবি, কাজীর দেউড়ি, বিআরটিসি, নিউমার্কেট এলাকার মানুষ যাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারে সেজন্য মাইক লাগানো হয়েছে।

এনসি/

সর্বশেষ