শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলার দায় স্বীকার করলো আইএস

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ৪ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলার দায় স্বীকার করলো আইএস

ছবি- ইন্টারনেট

আইএসের দাবি, পাকিস্তানের রাষ্ট্রদূত ও তার নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে তাদের দুই সদস্য এই হামলা চালিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

টেলিগ্রামে পোস্ট করা আইএসের একটি সহযোগী চ্যানেলের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা।আইএসের দাবি, পাকিস্তানের রাষ্ট্রদূত ও তার নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে তাদের দুই সদস্য এই হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ওই দূতাবাসের কম্পাউন্ডে হামলা চালানো হয়।

মিশনপ্রধান উবাইদুর রহমান নিজামানিকে লক্ষ্য করে হওয়া এ হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে নিরাপত্তারক্ষী ইসরার মোহাম্মদ গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

পাশাপাশি আফগানিস্তানে পাকিস্তানি কূটনৈতিক এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থা নিতে হবে। দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘হামলাকারী একজন ছিলেন। একটি ভবনের আড়াল থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে সে।

রাষ্ট্রদূত এবং অন্য কর্মীরা নিরাপদে আছেন। তার পরও সতর্কতার কারণে আমরা দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।’ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘দূতাবাসে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একটি অস্ত্র জব্দ করা হয়েছে।’ আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বিবৃতিতে বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করবে এবং অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেবে।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়