শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

নয়াপল্টনে পুলিশ বিএনপি কর্মীদের সংঘর্ষ

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ৭ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

নয়াপল্টনে পুলিশ বিএনপি কর্মীদের সংঘর্ষ

ছবি-সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।

আর পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন। বুধবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিকাল তিনটা ৩৫ মিনিটের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

পুলিশ বলছে, বিএনপির কর্মীরা রাস্তা বন্ধ করে বসে আছে। তাদের রাস্তা থেকে সরতে বলা হলে তর্কাতর্কি হয়। এরপরই পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

এর আগে বেলা ১২টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত-শত পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। এরপরেই কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামান আনা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে এক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। বিএনপি বলছে, তারা এই সমাবেশ নয়াপল্টনেই করবে। তবে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

এনসি/

সর্বশেষ