বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

আইপিএলে দল পেলেন না সাকিব

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ২৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:০৮, ২৩ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

আইপিএলে দল পেলেন না সাকিব

সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় সাকিবের নেতৃত্বে বাংলাদেশ যখন টেস্ট খেলছে, তখন কোচিতে বসেছে আইপিএল নিলামের আসর। ২০২৩ সালের আইপিএল উপলক্ষে অনুষ্ঠিত এই ‘মিনি নিলামে’ দেড় কোটি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন সাকিব।

তবে কোনো দলই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি। গত ফেব্রুয়ারিতে হওয়া মেগানিলামেও তিনি দল পাননি। নিলামের প্রাথমিক তালিকায় ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তিন তরুণ―তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন।

সাকিবকে কোনো দল না নেওয়ায় এবারও সম্ভবত আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ‘কাটার মাস্টার’কে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অবশ্য প্রথম দফায় দল না পেলেও সাকিবকে চাইলে যেকোনো দল এখনো নিতে পারে।

সে ক্ষেত্রে জায়গা ফাঁকা থাকতে হবে। আজকের নিলাম থেকে মোট ৮৭ জন ক্রিকেটার কিনতে পারবে দলগুলো। তার মধ্যে বিদেশি কোটা ৩০ জনের। সাকিব ছয় মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে।

দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। তার পাশাপাশি জো রুট, রাইলি রুশোরাও এখনো অবিক্রীত।

এনসি/

সর্বশেষ