শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ২৬ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ছবি- ইন্টারনেট

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।সোমবার সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে নদী পথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো: সালাউদ্দিন।

তিনি বলেন, সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জেরপাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সোয়া ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেল আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

 

এনসি/

সর্বশেষ