শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ২৯ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১

ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস

সিরাজগঞ্জ সদরে রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ বাস যাত্রী। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুপারভাইজার বাবুল ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সদরের বাসিন্দা।


আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টার দিকে সদর উপজেলার কড্ডা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  
সদর থানার এস,আই শাহিন মাহমুদ জানান, ঠাকুরগাও থেকে ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে মহাসড়কে ওঠার জন্য কড্ডা রেলক্রসিং এলাকায় পৌঁছায়। সিগন্যালের বাঁশ নামানো না থাকায় চালক লাইন অতিক্রম করছিলেন।

একই সময়ে ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপরে থাকা বাসটিকে ধাক্কা দেয়।

এতে বাসটি ছিটকে পাশের রাস্তার ওপরে উল্টে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এনসি/

সর্বশেষ