বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

১৫ ওভারে ১০০ পার করলো পাকিস্তান

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ১৩ নভেম্বর ২০২২

সর্বশেষ

১৫ ওভারে ১০০ পার করলো পাকিস্তান

ফাইল ছবি

ফাইনালের মঞ্চ, চাপ তো আছেই। সেভাবে হাত খুলে খেলতে পারছে না পাকিস্তান। তবে খুব যে খারাপ অবস্থানে আছে আনপ্রেডিক্টেবলরা, তেমনও নয়। ইংলিশ বোলারদের তোপ সামলে ১৫তম ওভারের তিন বল বাকি থাকতে একশর ঘর ছুঁয়েছে বাবর আজমের দল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।

পঞ্চম ওভারে এসে দলীয় ২৯ রানের মাথায় এই জুটিটি ভাঙে। স্যাম কুরানের বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে রিজওয়ান ইনসাইডেজ হয়ে বোল্ড হন। ১৪ বলে ১৫ করেন পাকিস্তানি ওপেনার।

মোহাম্মদ হারিস উইকেটে এসে শুরু থেকেই স্বস্তিতে ছিলেন না। মারকুটে ব্যাটিংয়ের চেষ্টা করলেও বেশ কয়েকবার পরাস্ত হন তিনি। অষ্টম ওভারে আদিল রশিদকে বোলিংয়ে আনেন ইংলিশ দলপতি জস বাটলার। প্রথম বলেই তাকে তুলে মারতে গিয়েছিলেন হারিস, ক্যাচ হয়ে যান ১২ বলে ৮ করে।

তবে বাবর আজম খেলছিলেন দায়িত্ব নিয়ে। ওপেনিং থেকে ধরে খেলতে থাকা পাকিস্তান অধিনায়ক তৃতীয় উইকেটে শান মাসুদকে নিয়ে গড়েন ২৪ বলে ৩৯ রানের জুটি।

এই বাবরকেও ফেরান আদিল রশিদ। ২৮ বলে ২ বাউন্ডারিতে পাকিস্তান অধিনায়ক করেন ৩২ রান। শান মাসুদ সেই তুলনায় মারকুটে খেলছেন। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত আছেন তিনি।

বি. হো

সর্বশেষ