শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

মরুর বুকে বিশ্বকাপের পর্দা উঠলো

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২০ নভেম্বর ২০২২

আপডেট: ১১:০৭, ২২ নভেম্বর ২০২২

সর্বশেষ

মরুর বুকে বিশ্বকাপের পর্দা উঠলো

ছবি/ সংগ্রহ

মরুর বুকে শুরু হয়েছে বিশ্বকাপ-২০২২ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনীর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফ্রান্সের সাবেক ফুটবলার মার্শেল দেশাই। 

কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক ধারণে সক্ষম।


'গ্রেটেস্ট শো অন আর্থের' সঙ্গে মানানসই এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাগতিক কাতার।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বিটিএস গায়ক জং কুক। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড 'ব্ল্যাক আইড পিস', রবি উইলিয়ামসদেরও দেখা মিলতে পারে মঞ্চে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা গাজী টিভি, টি-স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১০টায়।

জা,ই

সর্বশেষ