শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯

modhura
Aporup Bangla

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২৬ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

বেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

২০২২ সালে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বেন স্টোকস। ব্যাট হাতে ৩৬.২৫ গড়ে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। ব্যাট হাতে দুটি শতকের সঙ্গে করেছেন ৪টি অর্ধশতক করেছেন স্টোকস। ব্যাটে-বলে এমন পারফরম্যান্সে পুরস্কারস্বরূপ বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব পান স্টোকস।

২০২২ সালে স্টোকসের নেতৃত্বে ১০টি টেস্ট ম্যাচ খেলে ৯টিতেই জয় পায় ইংল্যান্ড। পাকিস্তানকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড। ধারাবাহিকভাবে ব্যাট হাতে রান করে দলের জয়ে অবদান রেখেছেন স্টোকস।

এনসি/

সর্বশেষ