বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

modhura
Aporup Bangla

রোনালদোর বিশ্বরেকর্ডে পর্তুগালের জয় ৩-২

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ নভেম্বর ২০২২

আপডেট: ০৯:০৭, ২৫ নভেম্বর ২০২২

সর্বশেষ

রোনালদোর বিশ্বরেকর্ডে পর্তুগালের জয় ৩-২

রোনালদো

রেকর্ড আর রোনালদো, শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করা।জয় দিয়ে বিশ্বকাপ অভিযান করেছে ইউরোপের পরাশক্তি পর্তুগাল।ম্যাচটি গতকাল বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহার স্টেডিয়াম শুরু হয়।

৯৭৪-এ আফ্রিকার দেশ ঘানাকে ৩-২ গোলে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এই ম্যাচে দারুণ এক রেকর্ডও গড়েছেন সিআরসেভেন। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।৭১ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি পর্তুগিজরা। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। মাঝমাঠ থেকে বেনার্দো সিলভা বল উড়িয়ে মারেন ডি বক্সে। ঘানার ডিফেন্ডারদের সামনে রোনালদো ছিলেন। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি সিআরসেভেন। গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মাটিতে। ১৩তম মিনিটে কর্নার থেকে আসা বলে লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন রোনালদো। কিন্তু বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। ৩১তম মিনিটে ডি বক্সের বাম কোনায় জোয়াও ফেলিক্স পাস দেন রোনালদোকে। রোনালদো দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে জড়ান। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে নিতে গিয়ে ফাউল করেছিলেন রোনালদো। তাই গোল হওয়ার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি। বিরতির প্রাণ ফিরে ম্যাচে। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন সিআরসেভেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও গোল করলেন তিনি। রোনালদোর গোলের ৮ মিনিট পরই ম্যাচে সমতা আনেন ঘানার আন্দ্রে আইয়ু। এরপর ম্যাচে ৭৮ মিনিটে জোয়াও ফেলিক্স ও ৮০ মিনিটে রাফায়েল গোল করে পর্তুগালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে গোল করে স্কোরলাইন ৩-২ করে দেন ঘানার ওসমান বুকারি। এরপর অবশ্য আর গোল পায়নি কোনো দলই। ফলে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এনসি/

সর্বশেষ