বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস নিশ্চিত করল শেষ ষোল

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৩০ নভেম্বর ২০২২

আপডেট: ০০:২৭, ৩০ নভেম্বর ২০২২

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস  নিশ্চিত করল শেষ ষোল

নেদারল্যান্ডস টিম

মাত্র এক পয়েন্ট পেলেই হয়ে যেত। কিন্তু নিজেদের গুছিয়ে নেওয়ার পাশাপাশি কাতারের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই গ্রুপ পর্বের খেলা শেষ করলো নেদারল‌্যান্ডস। কোডি গাকপো ও ফ্রেঙ্কি ডি জংয়ের গোলে কাতারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ২০১০ বিশ্বকাপের রানার্সআপরা।

শেষ আসরে তারা খেলতে পারেনি। এবার আঁটঘাঁট বেঁধেই মাঠে নেমেছে তা বোঝা যাচ্ছে মাঠের ফুটবলে। এই গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠা সেনেগালকে ২-০ গোলে হারিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু। এরপর ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ম‌্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও নিজেদের আধিপত‌্য ধরে রেখেছিল।

মঙ্গলবার আল বায়িত স্টেডিয়ামে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে লুইস ফন গালের শিষ‌্যরা ২-০ ব‌্যবধানে জিতে নেয় শেষ ম‌্যাচ। তিন ম‌্যাচে নেদারল‌্যান্ডসের হয়ে গোল করেন কোডি গাকপো। দেশের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম‌্যাচে গোল করার একক কৃতিত্ব এখন এই ফরোয়ার্ডের।

অবশ‌্য মৌসুমটা দুর্দান্ত কাটছে তার। দেশের জার্সি ও ক্লাবের হয়ে ১৭ অ‌্যাসিস্টের পাশাপাশি ১৮ গোল করেছেন গাপকো। প্রথমার্ধের ২৬ মিনিটে ক্লাসেনের পাওয়া বল থেকে ডানপায়ে জোড়ালো শটে কাতারের রক্ষণদূর্গ ভেঙ্গে দেন। কোনাকুনি শটে বল ডানপ্রান্ত দিয়ে জালে যায়। দ্বিতীয়ার্ধে ফিরে চার মিনিটেই গোল করেন বার্সেলোনার তারকা ফুটবলার ফ্রাঙ্কি ডি জং।

সেই ক্লাসেনের বাড়ানো পাস থেকে বল পেয়ে লক্ষ‌্যভেদ করেন ডি জং। লিড বাড়ানোর পর নেদারল‌্যান্ডস আক্রমণ বাড়িয়েছিল ঠিকই। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। অবশ‌্য কাতারের গোলরক্ষক মেশাল বারশ্রামকেও কৃতিত্ব দিতে হবে। গোল হজম বাদে অন টার্গেটের দুইটি সেভ করেছেন। আয়োজক হিসেবে কাতার সরাসরি বিশ্বকাপ খেলেছে।

নয়তো তারা খেলতে পারতো কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন তোলা যায়। তিন ম‌্যাচে সাত গোল হজম করেছে। গোল দিয়েছে কেবল একটি। মাঠের ফুটবলের সৌন্দর্যটা খুব একটা পাওয়া যায়নি। তবে কিছুটা দূর্ভাগাও তারা। ফরোয়ার্ডরা একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন, দুয়েকটি শট একটু এদিক-সেদিক হলেই প্রতিপক্ষের জালে বল চলে যেত। না হওয়ায় উন্নতির জায়গা খুঁজে পাওয়া গেছে। ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেলে হয়তো সেসব ভুল শুধরেই মাঠে নামবে তারা। নেদারল‌্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। রাত ১টায় ফয়সালা হবে ওই গ্রুপের চ‌্যাম্পিয়ন ও রানার্সআপ। আপাতত তাই নিজেদের সাফল‌্য উদযাপন করেই সময় কাটাতে হবে ডাচদের।

এনসি/

সর্বশেষ