
ছবি- ইন্টারনেট
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জন পুড়ে মারা গেছেন। দেশটির সরকারি এক কর্মকর্তা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাসবেলা জেলার বেলা অঞ্চলের চিঙ্কি স্টপের কাছে যাত্রীবাহী বাসটি গিরিখাতে পড়ে যায় এবং এরপর এতে আগুন ধরে যায়। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন।
কোয়েটা থেকে বাসটি রোববার সকালে করাচি যাচ্ছিল। লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আঞ্জুম বলেন, দুর্ঘটনায় নিহতদের চিহ্নিন্ত করার মতো অবস্থায় নেই। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযান এখনো চলছে এবং হতাহতদের লাসবেলার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকালে ঠাণ্ডা আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাতে বেকায়দায় পড়েন বলেও জানান লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আঞ্জুম।
এনসি/