শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

রাশিয়ার হামলায় ইউক্রেনের এক কোটি নাগরিক বিদ্যুৎহীন

সারাবিশ্ব

অপরূপ বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ১৮ নভেম্বর ২০২২

সর্বশেষ

রাশিয়ার হামলায় ইউক্রেনের এক কোটি নাগরিক বিদ্যুৎহীন

ছবি/ সংগ্রহ

নতুন করে রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের এক কোটি নাগরিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, এখনও পর্যন্ত এক কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ছয়টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কের একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাতজন মারা যান।

ভিন্নিতসিয়া, ওডেসা, সুমি ও কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান জেলেনস্কি।

কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনো জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাকআউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমটিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

জা,ই

সর্বশেষ

জনপ্রিয়