শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

modhura
Aporup Bangla

দলীয় নেতৃত্ব ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

সারাবিশ্ব

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ২৭ নভেম্বর ২০২২

সর্বশেষ

দলীয় নেতৃত্ব ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পিপলস পার্টির পরাজয়ের পর দলটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শনিবার (২৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে রাজধানী তাইপেইসহ ২১টির মধ্যে ১৩টি আসনে জয়লাভ করে বিরোধী কুওমিনতাং (কেএমটি)।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার সময়ে তাইওয়ানের নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ আকর্ষণ করেছে। এটিকে 'গণতন্ত্রের জন্য ভোট' বলে আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট সাই। নির্বাচনে পরাজয়ের পর তিনি বলেন, 'নির্বাচনের ফল আশানুরূপ হয়নি...এর সব দায়দায়িত্ব নিয়ে আমি এই মুহূর্তে আমি ডিপিপি সভাপতির পদ থেকে পদত্যাগ করছি'। তাইওয়ানে কাউন্সিল ও মেয়রের পদগুলোর স্থানীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। অপরাধ, আবাসন ও সমাজকল্যাণের মতো ইস্যু নিয়ে কাজ করেন এসব পদধারী ব্যক্তিরা। তবে চীনের সাথে সম্পর্ক নিয়ে জাতীয় নীতিগত বিষয়ের ওপর এর সরাসরি প্রভাব নেই। তবে বেইজিংয়ের কাছ থেকে ক্রমবর্ধমান চাপ আসায় এই নির্বাচনকে গণতন্ত্রের জন্য বার্তা পাঠাতে ব্যবহার করার জন্য নাগরিকদের প্রতি আহবান জানান সাই। চীন সরকার তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে। কোনও এক সময় এটি চীনের অংশ হবে বলে তাদের বিশ্বাস। তবে নিজেদের আলাদা সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থাসম্পন্ন তাইওয়ানের জনগণ নিজেদেরকে আলাদা স্বায়ত্বশাসিত সত্ত্বা হিসেবেই মনে করেন। গত আগস্টে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর তাইওয়ানের আশেপাশে বিশাল সামরিক মহড়া চালায় বেইজিং। তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে।

এনসি/

সর্বশেষ

জনপ্রিয়