শীতে প্রকৃতিতে অসংখ্য ফুলের আগমন ঘটে। এসব ফুল শীতের বিশেষত্ব হলেও কিছু ফুল শীতে আরও মোহনীয় হয় এবং বসন্তেও তাদের কমনীয় ভাব কমে না। এমন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, নয়নতারা, ডেইজি, হাইব্রিড গোলাপ, স্নোবল ইত্যাদি ফুল বেশ জনপ্রিয়। এখন বাড়িতে ফুলের চারা লাগালেই তো হবে না। তার যত্নেও মনোযোগ দেওয়া চাই। সেক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেই: