জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামের সড়কের একটি গির্জায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।