নির্মাতা শিহাব শাহীনের পরিচালিত আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’। এতে হালের ক্রেজ আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খানসহ অনেকেই অভিনয় করেছিলেন। তবে সবাইকে ছাপিয়ে স্পটলাইট ছিল ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে ‘অ্যালেন স্বপন’ চরিত্র করা নাসির উদ্দিন খান সকলের নজর কেড়ে নিয়েছিল।